মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আপনারা সবাইকে শুভেচ্ছা ও স্ট্যাটাস পাঠাতে চান। তাদের জন্য একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা স্ট্যাটাস ক্যাপশন মেসেজ অসুন্দর দেয়া দেয়া হয়েছে।
আপনারা এগুলো সংগ্রহ করে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবেন। সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। আপনাদের সুবিধার্থে সকল তথ্য দেয়া হয়েছে।
Contents
২১ ফেব্রুয়ারি শুভেচ্ছা
আন্তর্জাতিক মাতৃভাষা বাঙালি জাতির জন্য একটি গৌরব মদিনা। ভাষা রক্ষার্থে বাঙালি জাতি প্রাণ দিয়েছে। তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের অন্যায় না মানার কারণে অনেকেই শহীদ হয়েছিলেন। আর সেই শহীদের বিনিময়ে আমাদের মাতৃভাষা আজ রাষ্ট্রীয় ভাষা। তাদের শুভেচ্ছা জানাই যারা বাংলা রক্ষার্থে শহীদ হয়েছেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবাই একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে। আপনি যদি আপনার প্রিয়জনদের সাথে শুভেচ্ছা বার্তা পাঠাতে চান। তাহলে শুভেচ্ছা বার্তা নিচ থেকে সংগ্রহ করে নিন।
১। রক্তে লিখা একটি দিন,
নাম তার ২১শে ফেব্রুয়ারী।
শ্রদ্ধায় আজ সিক্ত জাতী,
জানাই মোরা ফুল দিয়ে প্রিতি।
বাকি ৩৬৪দিন শহীদ মিনার
কাটে যে অবহেলায়।
আজ তুই জবাব দে মা,
যাদের জন্য জবাফুল হল লাল।
রক্ত তে ভেসেগেল বাংলার মাটি,
১দিন স্মরণ করে কি শোধ হবে,
৩০ লক্ষ ভাষা শহীদদের ঋণ।
২।আমরা ভুলিনি তোমাদের
ভুলিনি তোমাদের রক্তের স্রোত ধারা।
তোমাদের জানাই লক্ষ সালাম,
অন্তরের সবটুকু ভালোবাসা দিয়ে
৪। গভীর শ্রদ্ধা।
আর শুধুই বলি-
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো
একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি।
৩।রক্তে কেনা বাংলা আমার
লাখো শহীদদের দান,
তবুও কেন বন্ধু আমার
বিদেশের প্রতি টান…
সকাল বেলা পান্তা খেয়ে
বৈশাখের ঐ দিনে,
বিকেল বেলায় উঠছো আবার
ইংলিশ, হিন্দি গানে মেতে…
৪।ও মা কেমন করে ভুলি বল
২১শে ফেব্রুয়ারী?
আমার পরানে আজও তাদের সুর বাজে।
বুকের তাজা রক্তে যারা
লিখে ছিল বাংলা ভাষা।
২১শে ফেব্রুয়ারী প্রভাতে ফুল দিয়ে ও মা
পুরন হবে কি তাদের আশা?
২১ ফেব্রুয়ারি স্ট্যাটাস
আপনারা যারা একুশে ফেব্রুয়ারির স্ট্যাটাস খুঁজছেন তাদের জন্য আজকের এই পোস্ট । আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবাই একে অপরকে স্ট্যাটাস দিচ্ছে। আপনি যদি আপনার প্রিয়জনদের সাথে স্ট্যাটাস পাঠাতে চান।
আপনারা যারা একুশে ফেব্রুয়ারি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে চান। তারা এ পোস্ট একুশে ফেব্রুয়ারি স্ট্যাটাস গুলো পেয়ে যাবেন। স্ট্যাটাস গুলো নিচে দেয়া হল সংগ্রহ করে নিন।
১। দোয়ারে বসে মা আবার ধান ভাঙ্গে,
বিন্নি ধানের খৈ ভাজে,
খোকা তার কখন আসে কখন আসে।
২। আজ হল ২১শে ফেব্রুয়ারী এই দিনে অনেক রক্তের বিনিময়ে পেয়েছি মোদের বাংলা ভাষা। পারব কি মোরা সেই শহীদদের প্রতি দেখাতে সম্মান। যদিও না পারি অদের মত রক্ত দিতে, তবুও যেন তাদের মর্যাদা রাখতে পারি, শহীদদের স্মরণে…
৩।আমি রাসূলগণকে তাদের স্বজাতির ভাষাভাষী করে প্রেরণ করেছি, যাতে তাদের (দ্বীন) স্পষ্টভাবে বুঝতে পারেন। -সূরা ইবরাহিম: আয়াত ৪
৪। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার দীপ্ত শপথে উৎসর্গকৃত তাজা রক্তের বদৌলতে আমাদের মাতৃভাষা বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি লাভ করে এবং রক্তে রঞ্জিত ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদায় ভূষিত হয়।
৫। মা যেমন আমাদের সবার কাছে সবথেকে আপন তেমনি আমাদের মার্তৃভাষা আমাদের কাছে সবথেকে আপন।
২১ ফেব্রুয়ারি ক্যাপশন
আপনারা যারা একুশে ফেব্রুয়ারির ক্যাপশন খুঁজছেন তাদের জন্য আজকের এই পোস্ট । আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবাই একে অপরকে ক্যাপশন দিচ্ছে। আপনি যদি আপনার প্রিয়জনদের সাথে ক্যাপশন পাঠাতে চান। তাদের জন্য আজকের এই পোস্ট।
১। এই ২১সে ফেব্রুয়ারী উপলক্ষে আমাদের সবার একটি প্রতিজ্ঞা হওয়া উচিত আমাদের মার্তৃভাষাকে সবসময় সম্মান দেয়া।
২। গর্ভে বুকটা ভরে যায়, তাদের জন্য – যারা জীবন করেছে দান ভাষার জন্য ।
৩। প্রত্যেক জাতিই জন্মগত ভাবে তাদের প্রাপ্ত ভাষায় স্বাধীনভাবে কথা বলে এবং মনের ভাব প্রকাশ করে।
৪। মায়ের ভাষায় কথা বলার জন্য বাংলার ছাত্র, শিক্ষক, শ্রমিক, বুদ্ধিজীবী, পেশাজীবী, কৃষক, সকল স্তরের মানুষ লেলিয়ে দেয়া পুলিশের গুলিতে জীবন দিয়েছে।
৫। তারা কেড়ে নিতে চায় মায়ের ভাষা বাংলা কে।
৬। মিছিল, আন্দোলন, অনেক, অনেক রক্ত, আর প্রাণের বিনিময়ে অর্জিত হয় রাষ্ট্রভাষা বাংলা।
২১ ফেব্রুয়ারি মেসেজ
আপনারা যারা একুশে ফেব্রুয়ারির মেসেজ খুঁজছেন তাদের জন্য আজকের এই পোস্ট । আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবাই একে অপরকে মেসেজ পাঠাচ্ছে। আপনি আপনার বন্ধুদের সাথে মেসেজ পাঠান। আপনাদের জন্য কিছু মেসেজ নিচে দেওয়া হল। এখান থেকে সংগ্রহ করে নিন।
১। বুকের তাজা রক্ত দিয়ে ভাষা অর্জন করেছি আর ভাষা দিবসের শুভেচ্ছা জানাবো ইংরেজিতে? এ কেমন বাঙালি আমরা! সহজ ভাষায় বলবো, “ও ভাই! বাংলা আমার মায়ের ভাষা। এই ভাষাতেই জুড়াই মোর মনের সকল আশা।” সবাইকে ভাষা দিবসের শুভেচ্ছা। বাংলা ভাষার গন্ডি ছড়িয়ে যাক সারা বিশ্বের সীমানায়।
২।
বুকের তাজা রক্ত দিয়ে ভাষা অর্জন করেছি আর ভাষা দিবসের শুভেচ্ছা জানাবো ইংরেজিতে? এ কেমন বাঙালি আমরা! সহজ ভাষায় বলবো, “ও ভাই! বাংলা আমার মায়ের ভাষা। এই ভাষাতেই জুড়াই মোর মনের সকল আশা।” সবাইকে ভাষা দিবসের শুভেচ্ছা। বাংলা ভাষার গন্ডি ছড়িয়ে যাক সারা বিশ্বের সীমানায়।
৩।বাংলা ভাষাকে মাতৃভাষা দিবসে স্বীকৃতি পেতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে মহান শহীদদের আত্মত্যাগে তাঁদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। সেই দিনটি ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পাওয়ার পর তা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালিন হচ্ছে। গর্বিত বাংলা আমার মাতৃভাষা হওয়ায়।
৪।রফিক, সালাম, বরকত, আরো হাজার বীর সন্তান,
করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান ,
যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে অম্লান,
ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রান ।
২১ ফেব্রুয়ারি ছন্দ
আপনারা অনেকেই অনলাইনে ছন্দ খোঁজ করে থাকেন । আমরা আপনাদের জন্য বাছাই করা ছন্দ নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে । আন্তর্জাতিক মাতৃভাষার জন্য এই ছন্দ গুলো সংগ্রহ করুন।
একুশে ফেব্রুয়ারি আসবে বছর ঘুরে
ছালাম বরকত রফিক জব্বার
আসবে না তো ফিরে তারা-
আসবে না তো ফিরে।
দীর্ঘ সংগ্রামের অর্জিত হইলে তুমি ২১ শে ফেব্রুয়ারি,
মিলিয়াছে মাতৃভাষায় কথা বলিবার স্ব–স্বাধীনতা।
প্রত্যাশা প্রাণে শূন্য পদে হন্টন করিবার উদ্বিগ্নতায়,
নিদ্রাহীন এই দিবসের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করিবার আকুলতা
রফিক, সালাম, বরকত, আরো হাজার বীর সন্তান,
করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান ,
যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে অম্লান,
ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রান ।
বুকের রক্ত মুখে তুলে যারা মরে
ওপারে ঢাকায় এপারের শিলচরে
তারা ভালোবাসা- বাংলাভাষার জুড়ি
উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি।
কারো দানে পাওয়া নয়, রক্ত দিয়ে কেনা এই বাংলা ভাষা!
আগুন ঝরা ফাগুন দিনে
মাতৃভাষা আনলো কিনে
প্রাণের বিনিময়ে,
রক্তস্রোত যায় যে বয়ে
রয় ইতিহাস সাক্ষী হয়ে
অপার এক বিস্ময়ে!
আমার ভাষা, আমার মায়ের ভাষা, গর্বিত এই ভাষায় কথা বলতে পেরে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সবাইকে।
কিছু কথা
আজকের এই পোস্টটি যদি আপনাদের কাছে ভাল লেগে থাকে। তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনাদের জন্য আমাদের এই আয়োজন। তাই আমাদের সাথে থাকুন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আরো অনেক পোস্ট আছে হয়তো আপনার কাজে লাগবে।
আরও দেখুনঃ
২১ শে ফেব্রুয়ারি কবিতা, স্ট্যাটাস ও পোস্টার
21 February SMS, Quotes, Wishes, Picture, Kobita