Qazi Anwar Hussain Cause of Death – How did Qazi Anwar Hussain die? What happened to Qazi Anwar Hussain

কাজী আনোয়ার হোসেন মারা গেছেন। কাজী আনোয়ার হোসেনকে জানি সেই ক্লাস ৭ থেকে। ‘মাসুদ রানা’ সিরিজ দিয়ে তার সাথে পরিচয়। যে ‘মাসুদ রানা’ চরিত্রটাই এক সময় নিজের কাছে নেশার মতো হয়ে যায়।

সবচেয়ে বড় কথা আমার বই পড়ার যে অভ্যাস সেটা গঠনের পিছনে কাজ করেছে ‘মাসুদ রানা’। আর এই ‘মাসুদ রানা’ সৃষ্টি করেছেন কাজী আনোয়ার হোসেন।

হয়তো মূলধারার সাহিত্যের আলাপে তিনি ও তাঁর ‘মাসুদ রানা’ স্থান নাও পেতে পারেন তবে বই পড়ার অভ্যাস গঠনে তাঁর অবদান অনস্বীকার্য।

তিনি ১৯৩৬ খ্রিষ্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম ‘নবাব’। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন।

জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ মাসুদ রানার স্রষ্টা এবং সেবা প্রকাশনীর কর্ণধার কাজী আনোয়ার হোসেন মারা গেছেন, ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাহি রাজিউন। বুধবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

Qazi Anwar Hussain Cause of Death

গত অক্টোবর মাসের ৩১ তারিখ প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। মাঝে পাঁচ বার হসপিটালাইজড ছিলেন। চিকিৎসার সুযোগ খুব একটা পাওয়া যায়নি। একটা ব্রেইন স্ট্রোক ও হার্টএটাক হয়ে সব শেষ হয়ে গেল। ১০ ই জানুয়ারি থেকে লাইফ সাপোর্ট এ ছিলেন। আজ চলে গেলেন আমাদের ছেড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *